
দিল্লি আদালত, ‘দিল্লি দাঙ্গা’ মামলায় বাব্বু নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ১১ জন মুসলিম ব্যক্তিকে বেকসুর খালাস করে দিয়েছে। আদালত জানিয়েছে, মৃত ব্যক্তিকে মারধরের ঘটনায় মুসলিম সম্প্রদায়ের মানুষের কোনো ভূমিকা ছিল না,বরং তারা সহমর্মী ছিলেন। হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ৮ জন ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ গঠন করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) ধারা ১৪৮ (প্রাণঘাতী অস্ত্রসহ দাঙ্গা), ১৫৩-এ (গোষ্ঠীর মধ্যে শত্রুতা উসকে দেওয়া), ১৪৯ সহ ৩০২ (অবৈধ সমাবেশের মাধ্যমে হত্যা) সহ অন্যান্য ধারার অধীনে অভিযোগ আনা হয়েছে।