উন্নয়নে সামিল হতে তৃনমূলে যোগদান হরিশ্চন্দ্রপুরে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200907-WA0047

এনবিটিভি ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে প্রায় পাঁচ শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে। রবিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের বিদ্যানন্দপুর গ্রামে জেলা তৃণমূল কংগ্রেসের সভা নেত্রী তথা রাজ্য সভার সদস্য মৌসুম বেনজির নূরের উপস্থিতিতে বুলবুল খান ও জম্মু রহমানের নেতৃত্বে ওই কর্মীরা বিজেপি,কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন মৌসুম নূর। তিনি বলেন, “আসলে বিজেপি যে সাম্প্রদায়িক দল তা মানুষ বুঝে গিয়েছে। তাই প্রচুর মানুষ তৃণমূলে আসছে ওই দল ছেড়ে। যেভাবে ওই দলের নেতারা ধর্ম নিয়ে দিনের পর দিন মানুষের সহনশীলতা নিয়ে খেলছেন, তা নিচু তলার কর্মীরা কেউ মেনে নিচ্ছেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে থেকে দল করার জন্য তৃণমূলে যোগ দিচ্ছেন।”

অপরদিকে তৃণমূল কংগ্রেসের যুবনেতা বুলবুল খান বলেন ‘তৃনমূল কংগ্রেসে যোগ দেওয়া কর্মীদেরও ধর্মের নাম করে সংঘর্ষে জড়িয়ে দিচ্ছে সাম্প্রদায়িক ওই দল। গ্রামের নিরীহ মানুষদের একে অন্যের বিরুদ্ধে খুনোখুনিতে জড়াচ্ছেন। এমন সাম্প্রদায়িক দল তারা কেউ করতে চান না। উল্লেখ্য, ইতিমধ্যেই একাধিক জায়গায় নতুন করে বহু সাধারণ মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন। ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করে যে অশান্তি চতুর্দিকে ছড়ানো হচ্ছে, তা থেকে অশনি শঙ্কেত দেখছেন তারা। তাই জোড়া ফুলেই ভরসা রেখে আগামী দিনকে দেখার স্বপ্ন নিয়েই তৃণমূলে যোগ দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই যে সুখে-দুঃখে তাদের পাশে থাকবেন, তা বুঝেছেন গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষরাও। তাই জননেত্রীর হাতকে শক্ত করতেই দলে দলে যোগ দিচ্ছেন তৃণমূলে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর