বিশ্বজিৎ কর্মকার, জলঙ্গি: শুক্রবার সন্ধ্যার সময় জলঙ্গী ব্লকের সাদিখাঁন দেয়ার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেগা যোগদান সভার আয়োজন করা হয়। এদিনের যোগদান সভায় ব্লক সভাপতি রাকিবুল ইসলাম ও অঞ্চল সভাপতি মিজানুল ইসলাম সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব দের উপস্থিতে এদিন বাম- কংগ্রেস ও বিজেপি থেকে প্রায় পাঁচশো কর্মী সমর্থক এদিন তৃণমূলের পতাকা ধরেন।
এদিন ব্লক সভাপতি রাকিবুল ইসলাম বলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দেখে বিরোধী দলের কর্মী সমর্থকগণ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হতে মমতার ছায়া তলে আসলেন সাদিখাঁন দেয়ার অঞ্চলের।