এনবিটিভি, খাদিজা খাতুন, সাগরদিঘী : মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি ব্লকে’র কাবিলপুর এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের বস্ত্র বিতরণ সভা অনুষ্ঠিত হয়ে গেল ২৬ ডিসেম্বর কাবিলপুর হাইস্কুলে। বিশিষ্টদে’র মধ্যে উপস্থিত ছিলেন তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ইফতিকার আলম মহাশয়, কাবিলপুর হাইস্কুলের প্রধান শিক্ষক প্রাবন্ধিক মজিবুর রহমান,
কাবিলপুর ডি. কিউ. সিনিয়র মাদ্রার প্রাক্তন সুপার মহঃ ফরমান আলি সাহেব , বিশিষ্ট শিক্ষক মফিজুল ইসলাম, সাগরদীঘির সাবইন্সপেক্টর রফিকুল ইসলাম, শরীফ হোসেন-সুমন, মুর্শিদ সারওয়ার জাহান, কবি লক্ষণ দাস, বিশিষ্ট শিক্ষক রুহুল আমিন, সাহিন হোসেন, ওবাইদুর রহমান, বিশিষ্ট শিক্ষক মহঃ মোসাররাফ হোসেন, বেশ কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা, মহঃ আব্দুর রউফ , সমাজ বার্তা সংবাদ পত্রের সম্পাদক মহঃ মুস্তফা শেখ প্রমুখ।
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার প্রায় ২৫০ জন গরীব দুঃস্থ অসহায় মানুষের হাতে শীত-বস্ত্র তুলে দেওয়া হয়। তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান কর্মকর্তা ইফতিকার আলম জানান আমরা বহুদিন থেকেই সমাজসেবার কাজ করে আসছি এটা আমাদের আরও বড় ধরনের উদ্যোগ এবং আগামীতে আমরা সব ধরনের সমাজসেবার কর্মসূচি পালন করার জন্য তৎপর থাকব।
সাগরদীঘিতে তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের বস্ত্র বিতরণ, উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ
Related articles