এনবিটিভি ডেস্ক: অ্যান্টি ক্রাইম এন্ড কোরাপশন স্কোয়াড এর পক্ষ থেকে ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাচ্চাদের খাতা, পেন ও মাস্ক বিতরণ করা হল।
জানা গিয়েছে, ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত ১০০ বাচ্চাকে খাতা, পেন ও মাক্স বিতরণ করা হয়েছে।অ্যা
অ্যান্টি ক্রাইম এন্ড কোরাপশন স্কোয়ার্ড (দক্ষিণ ২৪ পরগনার জেলা) প্রেসিডেন্ট এম ফিরোজ লস্কর উপস্থিত ছিলেন। সোনারপুরের চাকলাতে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।