তালিবানের ক্ষমতা দখলের মুখে বোরকার অত্যাধিক চাহিদা আফগানিস্থানে, দাম আকাশ ছোঁয়া

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

1629035927_burqas

 

গেলো সপ্তাহেই পোশাকের জন্য এক তরুণীকে গুলি করে হত্যা করে তালিবান বাহিনী। কাবুল দখলের আগ মুহূর্তে সেখানকার নারীরাও তৈরি হচ্ছেন পরিস্থিতি মোকাবেলার জন্য। এর আগে ৯০-এর দশকে তালিবান সরকার যখন ক্ষমতায় আসে, তখন কড়াকড়ি ভাবে বোরকা পরে মেয়েদের বাইরে বের হওয়ার নির্দেশনা জারি করে।

কেউ এই নির্দেশ না মানলে তালিবানের নৈতিক পুলিশের হাতে জনসম্মুখে বেত্রাঘাতের মতো নির্মম শাস্তি পেতে হতো। তালিবানরা আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যে দখল করে নিয়ে এখন রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার মধ্য দিয়ে দেশটির ক্ষমতা দখলের দ্বারপ্রান্তে রয়েছে। দেশটির যখন এই রকম পরিস্থিতি তখন রাজধানী কাবুলে নারীদের বোরকা ক্রয়ের হিড়িক পড়েছে। ধারণা করা হচ্ছে, দখল করা অন্যান্য প্রদেশের মতো রাজধানী কাবুলেও নিজেস্ব আইন জারি করবে তালিবান।
সূত্র : ইনকিলাব

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর