
নদিয়ার শান্তিপুরে এক সরকারি চিকিৎসকের বিরুদ্ধে ওষুধের দোকানে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। অভিযোগ, ফুলিয়া এলাকার একটি ফার্মেসির চেম্বারে চিকিৎসক অমিয়কুমার দাস মধুচক্র চালাতেন। দাবি উঠেছে, দোকানের মালিক ও তাঁর স্ত্রীও এই কাজে সম্মতি দিয়েছিলেন। রবিবার এক অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে জনক্ষোভ তীব্র হয়।
সূত্রে জানা গেছে, অমিয়কুমার স্থানীয় একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সাথে যুক্ত থাকলেও ঐ ফার্মেসিতেও রোগী দেখতেন। গত কয়েক মাস ধরে সন্দেহ ছিল যে অপরিচিত নারীদের নিয়ে তাঁর অসদাচরণ চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দোকানের অভ্যন্তরে চেম্বার বানিয়ে সেখানে অনৈতিক কর্মকাণ্ড সংঘটিত হতো। রবিবার ভিডিওটি ভাইরাল হলে প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয়রা। সোমবার সকালে ফুলিয়া পুলিশ ফাঁড়ির সামনে জমায়েত হয়ে দোকান বন্ধের দাবি তোলা হয়।

ঘটনায় দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। ফার্মেসির মালিককে জেরা করতে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের দাবি, অভিযুক্ত চিকিৎসকের সাথে টেলিফোনে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে। ইতিমধ্যে এ ঘটনায় একটি মামলাও রুজু হয়েছে বলে জানানো হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে এই অনৈতিক কার্যকলাপ নজরদারির অভাবেই সংঘটিত হয়েছে। তদন্তের মাধ্যমে সকল দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভিডিওটির সত্যতা ও অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল নজরদারি বাড়ানোসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে। উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।