উজ্জ্বল দাস, দুর্গাপুরঃ বুধবার ‘ওয়ার্ল্ড হার্ট ডে’ উপলক্ষে দুর্গাপুর বিধাননগরে বিবেকানন্দ হাসপাতালের চিকিৎসকেরা হাসপাতালের সামনে বেলুন উড়িয়ে এবং হাসপাতালের সামনে রাস্তায় রেলি করে সাধারণ মানুষকে সচেতন করলেন হাসপাতালের চিকিৎসকেরা। ইউস হার্ট টু কানেক্ট অ্যাভরি হার্ট প্ল্যাকার্ড নিয়ে এদিন সচেতন ও তার প্রচার করেন চিকিৎসকরা।
হাসপাতালের কর্ণধার জানিয়েছেন, আজ বিশ্ব হার্ট দিবস। আজকের দিনে তারা সকল মানুষকে একটাই বার্তা দেবেন কখনো যদি বুকে ব্যথা করে তবে ঘরে বসে না থেকে চিকিৎসকের পরামর্শ নিতে।
তিনি আরও জানিয়েছেন, সামনেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপূজা। সবাই এই দুর্গাপূজায় আনন্দ করলেও তাঁরা সর্বদা মানুষের সেবার জন্য প্রস্তুত থাকবেন।
বুধবার তাঁদের নানান কর্মসূচি থাকলেও প্রাকৃতিক দুর্যোগের জন্য হাসপাতালের ভেতরেই আজকের দিনটি তারা পালন করেন। হাসপাতালে ভেতরেই আজ হাসপাতালের চিকিৎসকেরা ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন। অসুস্থ বোধ করলে তৎক্ষণাৎ কি কি করনীয় সেই বিষয় গুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরেন চিকিৎসকেরা।