পানীয় ও বিদ্যুৎ সরবরাহের দাবীতে বিক্ষোভ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200923-WA0026

এনবিটিভি ডেস্ক, পশ্চিম বর্ধমান,আসানসোল: বন্ধ বার্ণস্ট্যাণ্ডার্ড কারখানার গেটের সামনে পানীয় জল ও পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের দাবিতে শ্রমিক আবাসনের পরিবারের পক্ষ থেকে বিক্ষোভ ৷ আবাসনে বসবাসকারি শ্রমিক পরিবারের সদস্যরা জানিয়েছেন, কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেলেও তাদের বকেয়া সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলছে ৷ অথচ সংস্থার পক্ষ থেকে তাদের প্রতি অমানবিক আচরন করা হচ্ছে ৷ মঙ্গলবার সকাল থেকে পানীয় জল সরবরাহের পাইপলাইন ফেটে গেলেও তা সংস্কারের ব্যবস্থা করা হচ্ছেনা ৷ ফলে দুদিন ধরে তারা পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন ৷ পাশাপাশি সংস্থার পক্ষ থেকে দেশ জুড়ে চলা করোনা সংক্রমণের পরিস্থিতিতেও তাদের মাত্র রাত্রি ৮টা থেকে ভোর ৪টে পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়ে থাকে ৷ বাকি সময় তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকেন ৷ এই বিষয়ে তারা সংস্থার ম্যানেজমেন্টের কাছে বারবার অবেদন করেছেন ৷ অথচ সমস্যার কোনো সমাধান হয়নি ৷ তাই তারা বিক্ষোভে শামিল হয়েছেন ৷ সমাধান না হলে পরবত্তী অংশে বৃহৎ আকারে করা হবে ৷

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর