Old Malda: মদ্যপ অবস্থায় নৌকায় যাত্রা, জলে ডুবে মৃত্যু যুবকের, আহত ৩

এনবিটিভি ডেস্ক:মদ্যপ অবস্থায় নৌকায় সফর। নৌকা ডুবে মৃত এক, আহত তিন। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পোপড়ায়। মৃত যুবকের নাম সঞ্জিত সোরেন (২৫)। তিনি হবিবপুরের মিনাডাঙার বাসিন্দা বলে জানা গেছে।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে এক আত্মীয়ের শ্রাদ্ধে যোগ দিতে নৌকা নিয়ে নদীপথে মিনাডাঙা থেকে যাত্রাডাঙায় আসেন সঞ্জিত ও তাঁর তিন সঙ্গী। রবিবার নৌকা করে বাড়ি ফেরার পথে মদ্যপ অবস্থায় থাকায় নিয়ন্ত্রণ হারালে উল্টে যায় নৌকাটি। মদ্যপ অবস্থায় জলে ডুবে মৃত্যু হয় সঞ্জিতের।আহত তার তিন সঙ্গী। পরে সঞ্জিতের দেহ খুঁজে পান তাঁর সঙ্গীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ।রবিবার রাতে মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য ।

Latest articles

Related articles