ক্যানিং : সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিবাদ। আর সেই বিবাদের জেরেই ভাইয়ের ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ের বয়ারসিং পশ্চিমপাড়া গ্রামে।
কিন্তু কি এমন হয়েছিল যে, নিজের ভাইয়ের ঘরেই আগুন লাগিয়ে দিল দাদা?
সূত্রের খবর, সম্পত্তি নিয়ে নিরাপদ ঢালীর সঙ্গে দীর্ঘদিনের বিবাদ দাদা বিষ্টুপদ ঢালী , জগদীশ ঢালী ও তার পরিবারের। আর সেই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায় শনিবার। ভাই নিরাপদ ঢালীর ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে দাদা ও তার পরিবারের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে দাদা।
দাদা বিষ্টুপদ ঢালী , জগদীশ ঢালী ও তার পরিবারের অভিযোগ, তাদের ফাঁসানোর জন্য নিজের ঘরে নিজেই আগুন লাগিয়েছে নিরাপদ। আগুনে ভস্মীভূত হয়ে যায় গোটা বাড়ি। ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।