দূর্গাপুর-নুরপুর ইন্ডিয়ান ফাইন ব্যাংকে সংবর্ধনা অনুষ্ঠানে গুণীজনের চাঁদের হাট

এনবিটিভি ডেস্ক : সোমবার বিশেষ ব্যাক্তিদের উপস্থিতে ডায়মন্ড হারবার ২নং ব্লকের অন্তৰ্গত দূর্গাপুর-নুরপুর ইন্ডিয়ান ফাইন ব্যাংকে এগ্রো ইন্ড্রাস্ট্রীজ লিমিটেড কন্ট্রাক্টর ওয়ার্কাস ইউনিয়ন (আই,এন, টী,টি,ইউ,সি) এর ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত হলো সংবর্ধনা সভা।
এই ইউনিয়নের পথ চলা অনেক পূর্বে থেকেই এলাকার অনেক কাজের দিশা দেখিয়ে আসছে । গত বছরে করোনার করালগ্রাসে প্রাণ যায় এই ইউনিয়নের কর্ণধর নূরুল হাসান মোল্লা।সংবর্ধনা অনুষ্ঠানে তার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন উপস্থিত ব্যাক্তি গন।
এই সভায় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের প্রিয় বিধায়ক মাননীয় পান্নালাল হালদার মহাশয় সহ উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস ও ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় অরুময় গায়েন মহাশয়,উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা এলাকার বিশিষ্ট সমাজ সেবক মাননীয় তামরেজ আলী শেখ মহাশয় ,এছাড়া আরো উপস্থিত ছিলেন নবনিযুক্ত ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের (আই,এন,টি,টি, ইউ,সি)-এর সভাপতি মাননীয় হাসিবুল মোল্লা মহাশয় ,ব্লকের (আই,এন,টি,টি,ইউ,সি )-এর নেতৃত্ব মাননীয় আতিকুর রহমান,যুবনেতা মুজিবুর রহমান শেখ,ও আজাহার হক সহ আরো অনেকে।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আতিকুর রহমান ও মুজিবর রহমান শেখ মহাশয়।

 

Latest articles

Related articles