ইন্দিরার আমলেই দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল : অমিত শাহ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

অমিত শাহ

রাহুল গান্ধীর ‘ম্যাচ ফিক্সিং’ মন্তব্যের জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সত্তরের দশকে ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থাকে  ‘গণতন্ত্র হত্যা’ বলে উল্লেখ করেন তিনি।

এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেপতারের প্রতিবাদে দিল্লির রামলীলা ময়দানে সমাবেশ করে ‘ইনিডয়া জোট’। ওই  সমাবেশে রাহুল বলেন, ‘‘ইভিএম ছাড়া, ম্যাচ ফিক্সিং ছাড়া, সমাজমাধ্যম ছাড়া এবং গণমাধ্যমের উপর চাপ সৃষ্টি ছাড়া বিজেপির পক্ষে ১৮০টির বেশি আসন জেতা অসম্ভব।’’

রাহুলের এই মন্তব্যের প্রতিবাদে ইতিমধ্যেই নির্বাচন কমিশনে গেছে বিজেপি। রাহুলের মন্তব্যের প্রতিবাদে রাজস্থানের জোধপুরে বিজেপির সভায় অমতি শাহ বলেন, ‘‘উনি বোধহয় ভুলে গিয়েছেন যে ওঁর ঠাকুমা ইন্দিরার আমলেই দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। লক্ষ লক্ষ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে জেলে বন্দি করা হয়েছিল। কিন্তু আমরা সকলের ন্যায়বিচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর