এনবিটিভি ডেস্ক: অবশেষে পশ্চিম বঙ্গ বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ অক্টোবর রাজ্যের চারটি কেন্দ্রে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল করার শেষ তারিখ ৮ অক্টোবর। রাজ্যের দিনহাটা, শান্তিপুর, খড়দহ ও গোসাবা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে দেশের মোট তিনটি লোকসভা কেন্দ্র ও ৩০ টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন হবে।ভোট গণনা অনুষ্ঠিত হবে ২’নভেম্বর।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, বিহার, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, তেলেঙ্গানা ও আসাম ও একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট প্রক্রিয়া শেষ করতে হবে ৫ নভেম্বরের মধ্যে। এতে আরও বলা হয়েছে, মনোনয়নপত্র জমা যাবে ৮ অক্টোবর পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৬ অক্টোবর।
যদিও উৎসবের মরসুম ভোট ঘোষণায় প্রশ্ন তুলেছে বিরোধীরা। রাজ্যর শাসক দল তৃণমূল কংগ্রেস অবশ্য এই উপনির্বাচন ঘোষণাকে স্বাগতই জানিয়েছে।