নিউজ ডেস্ক : সারা রাজ্য জুড়ে অসংখ্য মানুষ যে প্রকল্পের আওতায় বিনা মূল্যে চোখ পরীক্ষা, তার শল্য চিকিৎসা, বিনামূল্যে চশমা প্রদান করা হচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া সেই প্রকল্পের নাম চোখের আলো। যা এবার বন্ধ করে দিল নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবেই তৃণমূল শিবির এর পিছনে বিজেপির উচ্চপর্যায়ের নেতৃত্বের কারসাজির সন্দেহ পোষণ করছে। উল্লেখ্য কিছুদিন আগে অন্য সব রাজ্যের তুলনায় এ রাজ্যে সর্বাধিক দফায় নির্বাচন আয়োজনের ব্যাপারে সরাসরি বিজেপির বিরুদ্ধে আঙ্গুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।
গত ৪ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee ) নবান্ন থেকে ‘চোখের আলো’ প্রকল্প ঘোষণা করেন। উদ্দেশ্য একটাই, রাজ্যের সব নাগরিক যাতে চক্ষু চিকিৎসার সুযোগ পান। পরদিন অর্থাৎ ৫ জানুয়ারি থেকে রাজ্যজুড়ে শিবির শুরু হয়। আগামী তিন মাস ধারাবাহিক শিবির চলার কথা ছিল। চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত এবং পুর এলাকায় চক্ষু পরীক্ষার শিবিরে হাজির হচ্ছেন। ছানি কাটা, চশমা দেওয়ার পাশাপাশি চোখের বিভিন্ন সমস্যার দ্রুত সুরাহা হচ্ছে সেখানে। এখন এরই মধ্যে রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। লাগু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধিও। ফলে নতুন করে কোনও সরকারি প্রকল্পের কাজ করা যাবে না। তাই আটকে পড়েছে ‘চোখের আলো’।