শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত দু’একদিনের মধ্যেই

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

images - 2020-11-11T021500.817

নিউজ ডেক্স: করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রাখা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে কিনা-এ বিষয়ে আগামী দুই একদিনের মধ্যেই জানিয়ে দেবে শিক্ষামন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাংবাদিকরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, ‘শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলে দেয়া হবে তা শিক্ষামন্ত্রণালয় কাল পরশুর মধ্যে জানিয়ে দেবে।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তাঁর কার্যালয় থেকে ভার্চুয়ালি এই সভায় যোগ দেন। আর মন্ত্রিসভার অন্য সদস্যরা সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপস্থিত থেকে সভায় অংশ নেন। সভা শেষে বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে আসেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী আজকের সভায় কোন নির্দেশনা দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে খুলনা বিভাগ থেকে একটা শক্ত পদক্ষেপ নেয়া হচ্ছে। আমরাও চারিদিকে সবাইকে অবগত করছি। প্রধানমন্ত্রীও সম্মত হয়েছেন। কিছু ক্ষেত্রে আমাদের শক্ত সিদ্ধান্ত নিতেই হবে। যদিও আমরা এখন পর্যন্ত নিরাপদ জোনে আছি। চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষামন্ত্রণালয় জানিয়ে দেবে-শুধু এটুকুই বললাম।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারাও একটু বেশি বেশি প্রচার করেন, যাতে সবার মাঝে সচেতনতা বাড়ে এবং সবাই এটাকে গুরুত্ব দেয়।’

উল্লেখ্য, করোনার কারণে গত ১৭ই মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ধাপে ধাপে এই ছুটি ১৪ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর