ঘূর্ণিঝড় ইউনিসে বিধ্বস্ত ইউরোপ, মৃত অন্তত ১৩

নিউজ ডেস্ক : কয়েক দশকের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে লণ্ডভণ্ড পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে। ব্রিটেন, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি এবং পোল্যান্ডে আঘাত হানা এই প্রবল ঘূর্ণিঝড়ে অন্তত ২ লাখ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝড়ের কারণে ব্রিটেনের লাখ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। ঘূর্ণিঝড় ইউনিস পশ্চিম ইউরোপজুড়ে ফ্লাইট, ট্রেন ও ফেরি চলাচল ব্যাহত করেছে। কার্যত পুরো ইউরোপকে থামিয়ে দিয়েছে ঘূর্ণিঝড় ইউনিস।ঝড়ের কারণে ব্রিটেনের লাখ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। ঘূর্ণিঝড় ইউনিস পশ্চিম ইউরোপজুড়ে ফ্লাইট, ট্রেন ও ফেরি চলাচল ব্যাহত করেছে। কার্যত পুরো ইউরোপকে থামিয়ে দিয়েছে ঘূর্ণিঝড় ইউনিস। ব্রিটেনের আবহাওয়া অফিস রেড অ্যালার্ট জারি করার পর পুরো লন্ডন ফাঁকা হয়ে যায়। মানুষজন বুঝে যায় যে এখানে থাকাটা জীবনের জন্য বিপজ্জনক।

বিধ্বংসী ঝড়ের তাণ্ডবলীলার ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ইংল্যান্ডের লিভারপুল, কর্নওয়ালের করুণ ছবি ফুটে ওঠে ভাইরাল ভিডিয়ো ও ছবিতে। লন্ডন এবং দক্ষিণ ইংল্যান্ডের একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয় ঝড়ের জেরে। জরুরি ভিত্তিতে পরিষেবা চালু রেখে উদ্ধারকাজে চালানোর চেষ্টা করছে প্রশাসন। এদিকে ঝড়ের জেরে বহু উড়ান বাতিল করা হয়েছে। লন্ডনসহ দেশের গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলিতে প্রায় দু’লক্ষেরও বেশি মানুষ আটকে পড়েছেন ইউনিসের জেরে।

Latest articles

Related articles