২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে পারে আমেরিকা!

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

images (11)

এনবিটিভি ডেস্ক: বিশ্বজুড়ে ক্রিকেটের প্রভাব বিস্তার করার স্বপ্ন দেখছে আইসিসি। তাতে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়বে মানুষের। সঙ্গে বানিজ্যিক দিক দিয়েও লাভবান হবে তারা। আর এই জন্য মার্কিন মুলুকে বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে আইসিসি।

২০২৪ সালের টি২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেতে পারে আমেরিকা। দু’টি আন্তর্জাতিক সংবাদপত্র তাদের প্রতিবেদনে জানিয়েছে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে আইসিসি। সে জন্যই ক্রিকেটকে আরও ছড়াতে চাইছে তারা।

ইতিমধ্যেই আইসিসি জানিয়েছে, ২০২৪ বিশ্বকাপের আয়োজনের জন্য দরপত্র নেওয়া শুরু হয়েছে। ইউএসএ ক্রিকেট ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট যৌথ ভাবে দরপত্র জমা দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, আইসিসি ২০২৪ বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডকে দিতে পারে। ২০ দেশের বিশ্বকাপের পরিকল্পনাও করা হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস ও ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তির বিষয়ে আশাবাদী আইসিসি। আগামী বছর ফেব্রুয়ারি মাসে বেজিংয়ে বৈঠকের পরে ২০২৮ অলিম্পিক্সের খেলার সূচি প্রকাশ করবে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি। আপাতত সে দিকেই তাকিয়ে আইসিসি।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর