এনবিটিভি ডেস্ক: এয়ারপোর্ট থানার অন্তর্গত বাঁকড়া গ্রামে গত ২০০৭ সালে সালমা বেগম নামে এক মহিলা একটি জমি কেনেন। এই খবর প্রকাশ হতেই আজিজুদ্দিন, রিয়াজউদ্দিন, আব্দুল আলিম, মাহফুজা বেগম ও অন্যান্য দুষ্কৃতীরা সালমা বেগমের ওপর চড়াও হয় এবং ওই জমির উপর সালমা বেগমের স্বামী আব্দুল হান্নানের একটি দোকান ঘর ভেঙে গুঁড়িয়ে দেয়।
এ বিষয়ে থানায় কমপ্লেন করা হলে সালমা বেগম কে প্রাণে মারার হুমকি দেয় এবং এয়ারপোর্ট থানায় একাধিক কে রুজু করা হয়। এমত অবস্থায় গত ১৪-১০-২০২০ ও ১৮-১০-২০২০ তারিখে আবার ওই জমি দখল করার চেষ্টা করে। গত ০২-১১-২০২০ তারিখে ওই জমির উপর ১৪৪ জারী হয়। কিন্তু আজ বহিরাগত আজিজুদ্দিন, রিয়াজ উদ্দিন, মহাসুনা বেগম, আব্দুল আলীম ও মাহমুদ আহমেদ সহ একাধিক দুষ্কৃতী দিয়ে জমি দখল করার চেষ্টা করে। সালমা বেগম বাধা দিতে গেলে সালমা বেগম ও তার স্বামীকে গৃহবন্দী করে ও প্রাণ নাশের হুমকি দেয়। এয়ারপোর্ট থানার পুলিশ আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায় পুলিশ চলে গেলে পুনরায় আবার কাজ করতে থাকে। বহিরাগত দুষ্কৃতীদের আনাগোনায় সালমা বেগম তার স্বামীর প্রাণ নাশের আশঙ্কা করছেন।