সহায়ক মূল্যে ধান বিক্রি করতে হয়রানির শিকার কৃষকরা

48 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পরেও মিলছেনা কৃষকদের সহায়ক মূল্যে ধান বিক্রির “টোকেন”। রবিবার সকালে এই ছবি দেখা গেল মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের ডাকবাংলো কৃষক বাজারে।

কৃষকদের অভিযোগ সোমবার হচ্ছে টোকেন বিলির দিন, তবে সেই টোকেন সংগ্রহ করতে শনিবার থেকে লাইন দিয়ে রাস্তা তেই রাত কাটাতে হচ্ছে, কাঁথা কম্বল গায়ে আর তার পরেও সবার কপালে জুটছে না ধান বিক্রীর টোকেন। তাদের দাবি প্রশাসন এই বিষয়ে কোন দৃষ্টিপাত করছে না, যদি প্রশাসন তাদের এই সমস্যার সমাধান এর ব্যবস্থা না করে তাহলে ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তায় স্থানীয় কৃষকেরা।

 

Latest articles

Related articles