জিও’র বিরুদ্ধে আক্রমণাত্মক পাঞ্জাবের কৃষকরা, ভাঙচুর করা হলো ১৫০০ জিও টাওয়ার

নিউজ ডেস্ক : কৃষি আইনের বিরোধিতা করে ২৬ শে নভেম্বর থেকে শুরু হওয়া কৃষক আন্দোলনে সামিল হওয়া কৃষকরা কৃষিক্ষেত্রে আম্বানি এবং আদনিদের প্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন দিল্লী হরিয়ানা সীমান্তে। তারই মাঝে পাঞ্জাবে দেড় হাজার জিও টাওয়ার ঘেরাও করে ভাঙচুর করল কৃষকরা। পাঞ্জাবের প্রায় নয় হাজার জিও টাওয়ার বর্তমানে রয়েছে। জিও টাওয়ার গুলোর ভাঙচুরের পর পাঞ্জাবের বিভিন্ন এলাকায় জিওর মোবাইল পরিষেবা ব্যাহত হচ্ছে।

ঘটনা শুরু হয়েছে প্রায় দুই সপ্তাহ আগে থেকে। এখনো পর্যন্ত পাঞ্জাবের পুলিশ কোন কৃষককে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেনি বা কারো নামে এফআইআর ও দায়ের করেনি। তবে বিষয়টি সংবাদমাধ্যমের দৃষ্টিতে আসার পর রিলায়েন্স গ্রুপের তরফ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং কৃষকদের উদ্দেশ্যে এমন কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে কোনো রকমের ভাংচুরের ঘটনা কড়াভাবে মোকাবিলা করতে। এর আগে জিও’র মোবাইল এবং সিম কার্ড সহ সমস্ত পণ্য বয়কটের ডাক দিয়েছিলেন কৃষকরা। সে উপলক্ষে বহু কৃষক জিও সিম থেকে পোর্ট করে অন্য সিমে চলে গিয়েছেন।

Latest articles

Related articles