নিয়ামাতপুর এফ.সি.আই গোডাউনে বাহন চালকদের বিক্ষোভ

পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার অন্তর্গত সীতারামপুর স্টেশন রোড স্থিত এফ.সি.আই গোডাউনে আজ সোমবার দুপুরে স্থানীয় ট্রাক চালকেরা এফ.সি.আই গোডাউনের মুখ্য গেটের সামনে বিক্ষোভ দেখায় । ট্রাকচালকদের দাবি যে গোডাউন থেকে খাদ্যশস্য তারাই লোডিং করবে কিন্তু এফ.সি.আয়ের লোডিং এবং আন লোডিংয়ের কন্ট্রক্টার বাইরের গাড়ি দিয়ে লোডিং করার পরিকল্পনা করে সে কারণে আজ স্থানীয় প্রায় পঞ্চাশের বেশি ট্রাকচালকরা বিক্ষোভ দেখাতে লাগে এবং খবর দেওয়া হয় তৃর্ণমুল কংগ্রেসের শ্রমিক নেতা রাজু আলুলিয়াকে, খবর পেয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া উপস্থিত হন নিয়ামতপুর এফ.সি.আই গোডাউনে। সেখানে তিনি ট্রাক চালকদের সাথে কথা বলেন ফোনের মাধ্যমে কন্ট্রাকটারের সাথে কথা বলে সমস্যার সমাধান করার চেস্টা করেন।এই বিষয়ে তিনি বলেন যে এখান থেকে স্থানীয় ট্রাক চালকরা গোদামের থেকে লোডিং করবে তাছাড়া বাইরের কোনো ট্রাককে এনে লোডিং করা হবে না।

Latest articles

Related articles