ডোমকলঃ অবশেষে বিদ্যুৎ পৌঁছালো মুর্শিদাবাদের ডোমকলের মন্ডল পাড়ায়। দীর্ঘ দশ বছর পর বিদ্যুৎ পেয়ে স্বভাবতই খুশি এলাকাবাসী। এদিন আনুষ্ঠানিক ভাবে তার উদ্বোধন করেন ডোমকলের এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী। এছাড়াও সঙ্গে ছিলেন ইলেক্ট্রিসিটি বোর্ডের ডিভিশনাল ম্যানেজার স্বপন কুমার মন্ডল, স্টেশন ম্যানেজার গোলাম মাইনুদ্দিন সহ আরও অনেকে।
প্রসঙ্গত, সপ্তাহ দুয়েক আগে এসডিপিও মন্ডল পাড়ার গ্রামবাসীকে কথা দিয়েছিলেন অতি সত্বর আলোর মুখ দেখবে ওই এলাকাবাসী। অন্যান্য জায়গা গুলিতেও বিদ্যুৎ পৌঁছালেও ডোমকলের প্রত্যন্ত মণ্ডলপাড়াই ছিলনা বিদ্যুতের ব্যবস্থা। আর সেই কথা এসডিপিওর কানে পৌঁছানো মাত্রই গ্রামে আলো ফেরাতে উদ্যোগী হন তিনি।