এনবিটিভি ডেস্ক: প্রথমে টি-টোয়েন্টি তারপর ওয়ানডে থেকে নিজের অধিনায়কত্বের গুরু ভার দায়িত্ব নামিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি। এবার টেস্টের অধিনায়কত্ব থেকেও বিদায় নিলেন দেশের সফলতম অধিনায়ক বিরাট কোহলি।
বিগত দুটি ফরম্যাটের মতো এবারও শনিবার টুইটারে এক পোস্টে ক্রিকেটের অভিজাত ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
এদিন বিশদ এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘সাত বছরের কঠোর পরিশ্রম, দলকে সঠিক পথে চালাতে নিরলস প্রচেষ্টা। আমি এই কাজটা অত্যন্ত সততার সঙ্গে ও কোনো কিছুই বাকি না রেখে করেছি। সবকিছুরই শেষ আছে। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে আমার জন্য সেই সময়টা এখনই।’
<blockquote class=”twitter-tweet”><p lang=”und” dir=”ltr”>🇮🇳 <a href=”https://t.co/huBL6zZ7fZ”>pic.twitter.com/huBL6zZ7fZ</a></p>— Virat Kohli (@imVkohli) <a href=”https://twitter.com/imVkohli/status/1482340422987169794?ref_src=twsrc%5Etfw”>January 15, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>
উল্লেখ্য, গত বছর ১৬ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্বভার থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। এক টুইটে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারত দলের এই ফরম্যাটে অধিনায়কত্ব ছাড়বেন বলে ঘোষণা দেন বিরাট কোহলি।
টুইটে কোহলি বলেন, ‘আমার চাপের কথা ভেবে দেখলাম, তিন ফরম্যাটে খেলা আবার অধিনায়কত্ব, গত ৪-৫ বছর ধরে আমার জন্য একটু বেশি খাটুনি যাচ্ছে। সব সময়ই আমি দলকে সেরাটা দিয়ে এসেছি, দেওয়ার চেষ্টা করেছি। এখন মনে হচ্ছে আমার একটু বিরতি দরকার। তাই বিশ্বকাপের পর থেকে টি-টোয়েন্টিতে আমি আর ভারতকে নেতৃত্ব দেব না। ব্যাটার হিসেবে দলের সঙ্গে থাকব।’
ভারত অধিনায়ক আরও বলেন, হ্যাঁ, আমি অনেক চিন্তাভাবনা করার পর এই সিদ্ধান্ত নিয়েছি, অনেকের সঙ্গে আলাপ করার পর। রবি ভাইয়ের সঙ্গে কথা বলেছি, রোহিতের সঙ্গে আলাপ হয়েছে। আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আমি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করব না।’