নিউজ ডেস্ক : ফের অগ্নিকাণ্ডের লেলিহান শিখা গ্রাস করল আসানসোলকে। গতকাল মধ্যরাত থেকে কেন্দা কোলিয়ারীর বন্ধ ২নং পিঠে প্রচন্ড কালো ধোয়া দেখা যায়। রাত পর্যন্ত সেই ধোয়া রুপান্তরিত হয় ভয়াবহ আগুনে। এই আগুনকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
গত ২০১৭ সালে এই রকমই আগুন ও ধ্বসের সাক্ষী থাকে। তার জেরে পুরো গ্রামকে আশ্রয় দেওয়া হয়েছিলো নিকটবর্তী বিদ্যালয়গুলিতে। এরপর আবার তারা ফিরে যায় নিজের নিজের বাড়িতে। বারবার অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত গোটা গ্রামের মানুষ। কেন্দা গ্রাম রক্ষা কমিটি বারবার পুনর্বাসনের দাবি করে গেলেও এখনো মেলেনি পুনর্বাসনের বলেই অভিযোগ করেন তারা। বর্তমানে মাটি ছাই দিয়ে ভরাট করেই গর্ত বুজিয়ে আগুন নেভোনোর কাজ শুরু করেছে কোলিয়ারী কর্তৃপক্ষ।