পশ্চিমবঙ্গে প্রথমবার ২ দিনের নতুনত্ব সেমিনার অনুষ্ঠিত হলো আলিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগে

নিজস্ব প্রতিবেদক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যেগে এই প্রথম পশ্চিমবঙ্গে Free and Open source in geospecial World (FOSS) এর বিনামূল্যে ২ দিনের সেমিনার অনুষ্ঠিত হলো। শনি ও রবিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে এই সেমিনার আয়োজিত হয়।

১২ এবং ১৩ এ মার্চ এই অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা মাউন্ট কায়রো গ্রুপ এর মেম্বার ডঃ আতানু ভট্টাচার্য, উপস্থিত ছিলেন জিস বিশ্ববিদ্যালয় এর আরো একজন অধ্যাপক ডঃ রতনাদেব রায় তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ও ছাত্রছাত্রী।

ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারা।

উক্ত অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সায়ীদ হাসান জানান, এই সেমিনার মূলত ছাত্রছাত্রী দের কে ভবিষ্যতের কেরিয়ার গড়ার মূল স্রোতের দিকে ফিরিয়ে নিয়ে যাবে।

তার সাথে সাথে ভৌগলিক যেকোনো পরিবর্তন এবং তার প্রভাব সম্পর্কে GIS & Remort Sensing এর মত টেকনোলজি ব্যাবহার করে খুব সহজে বিষয় গুলোকে হাতের মুঠোয় আনা যেতে পারে ,এই বিষয় নিয়ে পড়তে আগ্রহী ছাত্রছাত্রীদের কে এই আলোচনা প্রভাবিত করতে পারে ।

Latest articles

Related articles