বিশ্বজিৎ কর্মকার : স্বাধীনতার মহোৎসব উপলক্ষে জলঙ্গি ১৪১ নং বিএসএফ জওয়ান দের বিশেষ উদ্যোগে প্রায় ১০ কিলোমিটার দৌড় করেন স্থানীয় যুবক যুবতীদের সঙ্গে নিয়ে সেনা জওয়ান দের নিয়ে।
এদিন সকাল বেলায় জলঙ্গী ১৪১ নং বিএসএফ ক্যাম্প থেকে শুরু করে গোপাল পুর ঘাট হয়ে আবার জলঙ্গী ক্যাম্পে পৌঁছান ।
এদিনের ‘ফিট ইন্ডিয়া’ পালনের সময় ভারত মাতাকি জয় ও সেনা জওয়ান কি জয়ের স্লোগান দিতে থাকেন।
এদিন সহকারী কমান্ডো পারবিন শিং জানান যে এই মহতী দিনে সীমান্ত এলাকায় সাধারণ মানুষকে শরীর চর্চার বিষয়ে সজাগ করতেই ও যুবক যুবতীদের কে উৎসাহ দেওয়ার জন্য তাদের কে সঙ্গে নিয়ে আজকের ফিট ইন্ডিয়া পালিত হলো।