প্রাণের ঝুঁকি নিয়ে ফুলহার বাঁধ রোডের যাতায়াত, বিক্ষোভ এলাকাবাসির

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200727-WA0018

এনবিটিভি, সফিকুল আলম, হরিশ্চন্দ্রপুর,২৭ জুলাই : মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের মণিপুর ঢেলাহি মোড় থেকে দিল্লি দেওয়ানগঞ্জ পর্য়ন্ত দীর্ঘ ২৬ কিমি রাস্তার প্রায় সর্বত্রই রাস্তা থেকে পিচের আস্তরণ উধাও হয়ে তৈরি হয়েছে বড়বড় গর্ত।সামান্য বৃষ্টি হলে সেই গর্তে জল জমে তা ডোবার আকার নেয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তা বেহাল হয়েই ছিল। তিন বছর আগে বন্যায় রাস্তার দুধারে একাধিক জা‌‌য়গায় ধসে গিয়েছে। বিপজ্জনক ভাবে রাস্তায় বাস চলাচল কার্য়ত বন্ধ হয়ে গিয়েছে। প্রাঁণের ঝুঁকি নিয়ে ভুটভুটিতে কোনও রকমে যাতায়াত করতে হয় নিত্য যাত্রীদের।

বাঁধের দুপাশে রয়েছে ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। পাশাপাশি ওই সড়কের সঙ্গে যোগাযোগ রয়েছে প্রতিবেশী রাজ্য বিহারেরও। ফুলহার বাঁধের ওই রাস্তার পাশে চারটি হাই স্কুল, দুটি হাই মাদ্রাসা, একটি সিনিয়র মাদ্রাসা,একাধিক প্রাথমিক স্কুল ছাড়াও রয়েছে গোবরাহাট, দৌলত নগর ও ইসলাম পুর গ্রাম পঞ্চায়েত দফতর, পুলিশ ক্যাম্প, ব্যাঙ্ক সহ একাধিক সরকারি দফতর।

এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের বিডিও প্রীতম সাহা বলেন,ওই রাস্তার কিছু অংশ গত বছর সংস্কার করা হয়।পুরো রাস্তা সংস্কারের দায়িত্ব পিডব্লিউডি কে দেওয়া হয়েছে।তারা সরে জমিন খতিয়ে দেখা কাজ শুরু করবে।ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত রাস্তা সংস্কারের জন্য।

এই প্রসঙ্গে স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা শিশু নারী উন্নয়ন ও জনকল্যাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মর্জিনা খাতুন বলেন,

“দ্রুত রাস্তা সংস্কার না হলে আবার তারা আন্দোলনে নামতে হবে বলে জানান স্থানীয় বাসিন্দারা”।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর