মালদায় জোড়া মৃত্যুর কিনারা করতে ঘটনাস্থলে ফরেনসিক টিম

মালদাঃ জোড়া মৃত্যুর কিনারা করতে মালদা এয়ারপোর্টে ফরেনসিক টিম।

গত ২৩ নভেম্বর সকালে প্রেমিক-যুগলের মৃতদেহ উদ্ধার হয়েছিল জাহাজ ফিল্ড এলাকা থেকে। মৃত যুবক -যুবতীর পরিবারের পক্ষ থেকে সিআইডি তদন্তের দাবি জানানো হয়। শনিবার দুপুর নাগাদ মালদা শহরের ঘোড়াপীর এলাকার জাহাজ ফিল্ডে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করে ফরেনসিক টিম।

Latest articles

Related articles