নিউজ ডেস্ক : দেশভক্ত ও স্বাচ্ছা মুসলিম বলে দাবিকারী, বিজেপির সংখ্যালঘু সেলের নেতা, ওয়াসিম রিজভীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে এক মহিলা। মহিলার স্বামী ওয়াসিম রিজভীর গাড়ি চালক। বিগত ৫ মাস আগে ওয়াসিম রিজভী,মহিলার স্বামীকে বাইরে পাঠিয়ে মহিলাকে প্রথমবার ধর্ষণ করে। মুখ খুললে পরিবারকে হত্যার করা হবে বলে, মহিলার মুখ বন্ধ করে রাখে ওয়াসিম রিজভী প্রায় তার স্বামীকে বাইরে পাঠিয়ে,মহিলাকে ধর্ষণ করতো।
অগত্যা মহিলাটি তার স্বামীকে ঘটনাটি বলে। ১১জুন ২০২১, ওয়াসিমের সাথে ঘটনাটি নিয়ে কথা বলতে যাওয়ায় ড্রাইভার বা ধর্ষিতা মহিলার স্বামীকে মারধর করা হয় এবং মৃত্যুর হুমকির দেয়।
রাতারাতি ওয়াসিম রিজভীর দেওয়া বাড়িটি খালি করে স্ত্রী সহ পুলিশে দ্বারস্থ হয়। আইনজীবী ও কাউন্সিলরদের সহায়তায় মহিলা সাদাতগঞ্জ থানায় পৌঁছে পুলিশে অভিযোগ করেন।
উল্লেখ্য, প্রাপ্তন শিয়া ওয়াকাফ বোর্ডের সদস্য ওয়াসিম রজভি মুসলিম ধর্ম নিয়ে বহু বিতর্কের কথা বলেছেন। প্রধানমন্ত্রী মোদির খুব কাছের ব্যক্তি ওয়াসিম রিজভী।