এনবিটিভি ওয়েব ডেস্ক: সম্প্রতি সামাজিক মাধ্যম জুড়ে একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে বিক্রির জন্য তার একটি পোষ্য ছাগলকে বাজারে নিয়ে গিয়েছিলেন এক ব্যক্তি।
সেই ছাগলটিকে কেনার জন্য ভিড়ও জমেছিল অনেক দর হাঁকাহাঁকিও চলছিল বটে। ছাগলটিকে ক্রেতার হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিতেই সেখানে উপস্থিত সকলকে চমকে দিয়ে হঠাৎই ছাগলটি তার মালিকের কাঁধে মাথা রেখে করুণ সুরে ডাকতে শুরু করে ।
https://www.facebook.com/vishwanath.saini.31/videos/401785328425622/?app=fbl
ভিডিও সৌজন্য – ফেসবুক
চোখ থেকে জলও গড়িয়ে পড়েছিল তার।এমন দৃশ্য দেখে ক্ষণিকের জন্য যেন সময় স্তব্ধ হয়ে গিয়েছিল। উপস্থিত থাকা সকল জনতাও অবাক হয়ে দৃশ্য টা বোঝার চেষ্টা করছিল।
ভিড়ের মধ্যে থাকা কয়েক জনের চোখে মুখে জলও আড়াল হয়নি ওই ভিডিও তে।
উল্লেখ্য, গৃহপালিত পশুরা বলতে না পারলেও তারা তাদের আকার-ইঙ্গিতে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে। ধীরে ধীরে পোষ্যদের সঙ্গে মালিকের একটা অটুট মেলবন্ধন তৈরি হয়।
সেই মেলবন্ধনেরই একটি ছবি ধরা পড়েছে ভাইরাল হওয়া এই ভিডিও টির মাধ্যমে।
যদিও ভিডিও টি সমন্ধে এখনও সঠিক কিছু জানা যায়নি।তবে সম্প্রতি কুরবানী ঈদ পালিত হয়েছে। ঈদের আগের দিনেরও ঘটনা হতে পারে বলে মনে করছে নেটিজেনরা।