এনবিটিভি ডেস্কঃ বেশ কিছু দিন আগেই রাজ্য সরকার মারফত জানানো হয়েছিল ৭ নভেম্বর থেকে এই রাজ্যে গুটখা, পান মশলা ইত্যাদি বিক্রি,সংরক্ষণ সব কিছুই বন্ধ হবে। তবে নির্ধারিত দিনের এ সপ্তাহ পরেও মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তের দোকান গুলিতে দেদার বিক্রি হয়ে চলেছে পানমশলা ও বিভিন্ন তামাক জাত দ্রব্য।
প্রশ্ন করলেই বেশির ভাগ দোকানীদের জবাব,দিনের আয়ের অনেকটাই আসে সেসব বিক্রি করে। ওগুলো যদি বিক্রি বন্ধ হয় তবে খাব কি আমরা ?
এদিকে সাধারণ মানুষ যারা নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকেন তাদের দাবী, রাজ্য সরকার কর্তৃক সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অবিলম্বে সেটি কঠোর ভাবে মেনে চলা প্রয়োজন।শুধুমাত্র আইন তৈরি করলে হবেনা, তা বাস্তবায়ন করলে যুবসমাজ উপকৃত হত।