নিউজ ডেস্ক : ইতিমধ্যেই করোনা পরিস্থিতি সামলাতে বিশ্বের মধ্যে সব থেকে অযোগ্য নেতার শিরোপা লাভ করেছেন বিজেপির প্রাণপুরুষ মোদি। এবার জনপ্রিয় ব্রিটিশ দৈনিক তাকে ভারতের সংস্কৃতিক এবং ঐতিহাসিক পরিচিতি থেকে ইসলামকে মুছে দেওয়ার ঘৃণ্য প্রচেষ্টার জন্য তাকে হিন্দু তালিবানের খেতাব দিল। দৈনিকটি মোদিকে তীক্ষ্ণ ভাষায় কটাক্ষ করেছে তার ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর, নিজের স্বতন্ত্র হিন্দু রক্ষাকর্তা হিসেবে নতুন ভাবমূর্তি তৈরি এবং মুসলিমদের দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার প্রচেষ্টার কারণে। দৈনিকটিতে লেখা প্রবন্ধে ভারতে বিশ্বের সব থেকে খারাপ করোনা পরিস্থিতির মাঝেও হাজারো লাশের ওপরে মোদির তুঘলকি ফরমানের মতো নতুন সেন্ট্রাল ভিস্টা প্রজেক্ট বাস্তবায়ন করতে ভারতের ঐতিহাসিক ঐতিহ্যশালী বর্তমান সংসদ ভবন ভেঙে দেয়ার জন্য মোদির তীব্র সমালোচনা করা হয়েছে।
আরো লেখা হয়েছে, মোদি তার সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টে জায়গা সংকটের অজুহাত দিয়ে ইসলামী স্থাপত্য শৈলী মেনে ব্রিটিশ আর্কিটেক্ট এডওয়ার্ডস লুটেন্স এর নির্মিত ভারতের বর্তমান সংসদ ভবন মাটিতে মিশিয়ে দিচ্ছেন। এর পিছনে মোদির মুসলিম বিরোধী এজেন্ডা আছে। এর মাধ্যমে ভারতের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতি থেকে মুসলিমদের অবদান এবং উপস্থিতি মুছে দিতে চান তিনি। মোদি হাজারো লাশের ওপরে তৈরি করছেন এই সেন্ট্রাল ভিস্টা। যেখানে সাধারণ মানুষ চিকিৎসা অক্সিজেন এবং ভ্যাকসিনের অভাবে মারা যাচ্ছেন সেখানে মোদি ২০০ কোটি ডলার খরচ করে হাজারো লাশের ওপর এই প্রজেক্ট রূপায়ণ করে চলেছেন। তার কার্যকাল শেষ হওয়ার আগেই যাতে এই প্রজেক্টটি শেষ হয় তাই জন্য অতি দ্রুত গতিতে কাজ করা হচ্ছে। এমনকি এক্ষেত্রে আদালত যাতে কিছু না বলে তার জন্য বিচারপতিদের চাপে রেখেছেন তিনি। সাংবাদিকদের কণ্ঠ ও রোধ করা হয়েছে। বর্তমান সংসদ ভবন ধ্বংস করে ১৯৯২ সালের বাবরি মসজিদ ধ্বংসের অনুকরণ করছেন। তিনি এখন হিন্দু জাতীয়তাবাদী তালিবানের কাজ করছেন ভারতে। তার উদ্দেশ্য দেশের ইতিহাস থেকে মুসলিমদের নাম মুছে দিতে এবং দেশের ২০ কোটি মুসলিমের নাগরিক হিসেবে তাদের অবস্থার অবনমন ঘটানোর কারিগর হিসেবে নিজেকে তুলে ধরা। ইতিমধ্যেই স্বৈরাচারী মোদি দেশের বহু মুসলিমের নাগরিকত্ব হরণ করেছেন বৈষম্যমূলক পদক্ষেপের মাধ্যমে কিন্তু জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংগঠনগুলো এ ব্যাপারে নিরব রয়েছে। মুসলিম বিরোধী কাজের মাধ্যমে দেশে মুসলিম বিদ্বেষী হিন্দু জাতীয়তাবাদীদের খুশি করে তিনি মহাত্মা গান্ধী এবং বল্লভ ভাই প্যাটেলের সমান্তরাল এক ভাবমূর্তি দেশের এক শ্রেণীর মানুষের সামনে তুলে ধরতে চান। স্বৈরাচারী মোদি কিম জং উনের ধাঁচে গুজরাটে একটি স্টেডিয়াম তৈরি করে হাস্যকরভাবে নিজের নামে নামকরণ করেছেন।