আলিনুর মণ্ডল, বসিরহাট: টাকি সংস্কৃতি মঞ্চে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল হজ্জ্ব সচেতনতা শিবির। কয়েকশো হবু হাজীকে নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়।
করোনা মহামারীর কারণে প্রায় দু’বছর বন্ধ ছিল মুসলিমদের বৃহত্তম তীর্থ সৌদি আরবে হজ্জ্ব যাত্ৰা। মহামারির দাপট কিছুটা কম হওয়ায় পশ্চিমবঙ্গ সরকার ফের হজ্জ্বে যাওয়ার অনুমতি দিচ্ছে এবার। তাই বৃহস্পতিবার বসিরহাট মহুকুমার টাকি সংস্কৃতি মঞ্চে বিভিন্ন ব্লকের ইমাম সাহেবদের নিয়ে এক বিশেষ হজ্জ্ব অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার বনভূমি কর্মদক্ষ ও রাজ্য হজ্জ্ব কমিটির প্ৰাক্তন সদস্য একেএম ফারহাদ, উত্তর ২৪ পরগনা জেলার ইমাম মোয়াজ্জেন কো-অর্ডিনেটর পীরজাদা হাসানুরজামান-সহ অন্যান্যরা।
কেরাত ও নাত পাঠের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয় এবং দুয়ার মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়।