শনিবার সকালে অন্ধ্র-ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় জাওয়াদ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

WhatsApp Image 2021-12-02 at 1.10.01 AM

সাবানা মন্ডলঃ রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে রবিবার ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস এবং সোমবার পর্যন্ত বৃষ্টি হবে। হাওড়া ও কোলকাতাতেও বৃষ্টি হবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে।

শনিবার সকালে উত্তর অন্ধ্র ও ওড়িশা উপকূলের কাছে আছড়ে পড়ার সম্ভাবনা এবং বইবে ঝোড়ো হাওয়া। এই আবহে দীঘাতেও সতর্কবার্তা জারি হয়েছে। আজ থেকে সমস্ত ট্রলার ও সমুদ্র যাত্রীরা ফিরে আসবে বলে জানান। কাকদ্বীপের সমুদ্র উপকূলবর্তী এলাকা গুলিতে আজ সকাল থেকে মাইকে প্রচার শুরু হয়েছে। আজ থেকে শনিবার পর্যন্ত ৫৩ টি দূরপাল্লার আপ- ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।

মন্দারমণি তাজপুরেও মৎস্যজীবী ও পর্যটকদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে শনি, রবি ও সোমবার পর্যন্ত।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর