তেল আবিবে ১৩০টি রকেট ছুঁড়ল হামাস, ২ ইসরাইলি নিহত, বন্ধ বেঙ্গুরিয়ান এয়ারপোর্ট

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

FB_IMG_1620791451781

নিউজ ডেস্ক : গাজায় ইসরাইলি বিমান হামলায় একটি ১৩ তল বিশিষ্ট একটি বাণিজ্যিক ভবন ভেঙে পড়ার প্রতিশোধ নিতে গতকাল রাত্রে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের তরফ থেকে ইসরাইলে রকেট হামলা চালানো হয়েছে। ইসরাইলের রাজধানী তেল আবিবে চালানো এই রকেট হামলায় অন্তত ২ জন ইসরাইলি নাগরিক নিহত হয়েছে বলে আলজাজিরা সূত্রে জানা গিয়েছে। মুহুর্মুহু রকেট হামলায় ইসরাইলের রাজধানী শহরের কিছু অংশ ধ্বংসস্তূপের আকার নিয়েছে। বহু বাড়ি ঘর, গাড়ি, দোকান, শপিং মল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তেল আবিবের বেনগুরিয়ান বিমানবন্দরের বিমান ওঠা নামা বন্ধ রাখা হয়েছে।

 

হামাসের তরফ থেকে বলা হয়েছে, গাজায় সাধারণ মানুষের ওপর অতর্কিত এবং বর্বরোচিত ইসরাইলি বিমান হামলার প্রতিবাদে গতকাল ১৩০ টি রকেট ছোঁড়া হয়েছে তেল আবিবকে লক্ষ্য করে। যদিও প্রত্যক্ষদর্শীদের ধারণা এর থেকে অনেক বেশি রকেট ছোঁড়া হয়েছে। উল্লেখ্য গতকাল অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলায় গাজায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারান। হামাসের তরফ থেকে এই হামলার তীব্রতা বৃদ্ধি করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে যদি সাধারণ মানুষের ওপর ইসরাইলি বিমান হামলা না বন্ধ হয়। যথা শীগ্রই মসজিদে আকসা থেকে ইসরাইলি পুলিশ বাহিনী প্রত্যাহারের দাবিও করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর