এনবিটিভি ডেস্কঃ রাজ্য রাজনীতিতে যথেষ্ট জায়গা করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এখন লক্ষ্য দেশের অন্য রাজ্যের দিকে । প্রথমে ত্রিপুরা থেকে শুরু করার সিধান্ত নেন তৃনমূল কংগ্রেস দল ।গোয়াতে প্রতিদ্বনদ্বিতা করার জন্য তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কৌশল শুরু করে দিয়েছে।গোয়াতে কংগ্রেস দলের ভাঙন ধরা শুরু হয়েছে।প্রশান্ত কিশোরের আইপ্যাক প্রাথমিক সমীক্ষা করার পরে তৃণমূলের তরফে গোয়ায় পাঠানো হয় দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়কে।সমাজের সব ধরনের মানুষের সঙ্গে তাঁরা কথা বলছেন। তৃণমূলে সমাজের সব স্তরের মানুষের যোগদান করছেন
এদিকে ডেরেক ও’ব্রায়েনের সঙ্গে কথা বলার পরে নাফিসা আলি একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তৃণমূল গোয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি খুশি বলেও জানিয়েছেন। দেশের একজন প্রাণবন্ত নেতার প্রয়োজন এবং তিনি খুশি যে মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন গোয়ায় একজন ভাল নেতা প্রয়োজন, যিনি ভবিষ্যতের কথা ভাবতে পারেন। এর আগে নাফিসা আলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “বাঘিনী” বলেও সম্বোধন করেছেন। নাফিসা আলি বর্তমানে গোয়ার বাসিন্দা।
কলকাতার সঙ্গে জড়িয়ে নাফিসা আলির নাম
নাফিসা আলি অভিনেত্রী, মডেল এবং রাজনীতিক। তবে তাঁর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে কলকাতা। তাঁর জন্ম এই শহরে। নাফিসার বাবা আহমেদ আলি বাঙালি মুসলিম। মা ছিলেন রোমান ক্যাথলিক। তাঁর দাদু ছিলেন এস ওয়াজেদ আলি। লেখক হিসেবেই তিনি পরিচিত ছিলেন। কলকাতার লা মার্টিনিয়ার স্কুলে পড়াশোনা তাঁর। তার স্বামী হলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত কর্নেল আরএস সোধি।

রাজনৈতিক জীবন
নাফিসা আলী দক্ষিণ কলকাতা থেকে ২০০৪ সালের লোকসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ।তিনি লোকসভা নির্বাচনে লখনউ আসন থেকে সমাজবাদী পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারপরে তিনি ২০০৯ সালের নভেম্বরমাসে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দলে পুনরায় যোগদান করেছিলেন এবং বলেছিলেন যে তিনি আজীবন কংগ্রেসেই থাকবেন। কিন্তু এখন নাফিসা আলি সূর তৃণমূল কংগ্রেসের দিকে বলে মনে করছেন রাজনৈতিক মহল ।