উত্তরপ্রদেশে সিএএ বিরোধী বিক্ষোভের শঙ্কায় পুরোনো আন্দোলনকারীদের হয়রানি

উত্তরপ্রদেশের লখনউয়য়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনকারী সুমাইয়া রানার (৪৯) বাড়ির বাইরে পুলিশ মোতায়ন করে রেখেছে উত্তরপ্রদেশের সরকার।

এ নিয়ে টানা দুই শুক্রবার কায়সারবাগে অবস্থিত ওই বাড়িটি ঘেরার করে রাখে পুলিশ। তার দাবি, বিক্ষোভের আশঙ্কা থেকে তার অংশগ্রহণ ঠেকাতেই পুলিশের এই ব্যবস্থা।

জানা যায়, ১৫ মার্চ সুমাইয়া রানা ও তার ছোট বোন উরোসা রানাকে ২০২০ সালে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গৃহবন্দী রাখা হয়েছিল।

সুমাইয়া রানা সমাজবাদী পার্টির জাতীয় মুখপাত্র এবং দলের মহিলা শাখার সহসভাপতি। তিনি প্রয়াত উর্দু কবি মুনাওয়ার রানার বড় মেয়ে
আমা
সুমাইয়া রানার অভিযোগ, পুলিশ আমার গতিবিধিল উপর নজর রাখছে।  প্রয়াগরাজের বামরৌলিতে থাকা  আমার ভাই সারাহ আহমেদ ও তার পরিবারের সদস্যদেরও সালাহপুর থানা থেকে একাধিকবার কল করেছে। এমনকি সে যে স্কুলে পড়ায় সেখানেও খোঁজ খবর নিয়েছে পুলিশ।

সালেহ আহমেদ ২০২০ সালে প্রয়াগরাজের রওশান বাগে নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের অন্যতম স্থপতি ছিলেন।

এ ব্যাপারে সালেহ বলেন,  যতক্ষণ পর্যন্ত সিএএ থাকবে, ততক্ষণ প্রতিরোধ এবং প্রতিবাদ হবে।  এই আইনটি স্পষ্টতই অসাংবিধানিক এবং বৈষম্যমূলক।

Latest articles

Related articles