মালদা: গৃহ নির্মাণের সময় তিন তলা ছাদ থেকে পড়ে গিয়ে জখম হলেন এক রাজমিস্ত্রি। ঘটনায় আহত আরও এক মহিলা শ্রমিক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার চাঁদ পাড়া এলাকায়।
জানা গেছে জখম ওই রাজমিস্ত্রির নাম শেখ নাসিরুদ্দিন। বর্তমানে তিনি এবং ওই মহিলা শ্রমিক মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার স্থানীয় একটি বাড়িতে গৃহ নির্মাণের কাজ করছিলেন তারা। ঠিক সেই সময় বাঁশের তৈরি মাচা ভেঙে গিয়ে তিন তলা ছাদ থেকে পড়ে যায় ওই রাজমিস্ত্রি এবং ওই মহিলা শ্রমিক। এরপরই তাদের নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

মালদায় বাড়ি বানানোর কাজ করতে গিয়ে পরে জখম ২
Popular Categories