শ্যালককে কোপানোর অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20210727-WA0003

মালদা, ২৭ জুলাই: বসত ভিটা থেকে জোর করে উচ্ছেদ করার উদ্দেশ্যে নিজের শ্যালককে কোপানোর অভিযোগ উঠল জামাইবাবুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের সাট্টারির মোবারকপুর গ্রামে। আহত ব্যক্তির নাম সনাতন মণ্ডল (৪৮)। অভিযুক্তরা হলেন বিশু মণ্ডল ও তার দলবল। জানা গেছে, মোবারকপুরে ১৯ কাঠা বসত ভিটে রয়েছে সনাতনের। সেই জায়গা জবরদখল করে রাখার অভিযোগ রয়েছে দীনেশ মণ্ডল ,বাপী মন্ডল ,চিত্ত মন্ডল সহ ৮ জন জমি মাফিয়ার বিরুদ্ধে। নিজের জমি ফেরত পেতে আদালতে মামলা করেন সনাতন। সেই মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই চাপ দিচ্ছিলেন দীনেশ। তবে সনাতন মামলা প্রত্যাহার না করায়, সনাতনের জামাইবাবু বিশু মণ্ডলকে দিয়ে দীনেশ মন্ডল সনাতনের উপর হামলার পরিকল্পনা করে বলে অভিযোগ। এরপরই বিশু মন্ডল ও তার ভাই ধনঞ্জয় মন্ডল সনাতনের ওপর হামলা চালায় বলে অভিযোগ। আহত অবস্থায় সনাতন মণ্ডল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর