বাসন্তী :- আবারো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী। বোমা ও গুলির লড়াইয়ে উত্তপ্ত বাসন্তীর থানার লেবুখালী সর্দার পাড়া গ্রাম। ছেলেকে বাঁচাতে গিয়ে গুলিতে নিহত হলেন মা মনোহরা সর্দার। আহত তিনজন। গুলিবিদ্ধ মনোহরা সর্দার,হাসান সর্দার ও মঞ্জুআলম সর্দার । দুজনকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে । সেখানে তাদের অবস্থা অবনতি হলে চিকিৎসকরা রেফার করে চিত্তরঞ্জন হাসপাতালে। গুরুতর আহত দুইজন এখন চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় গুলি চালানোর অভিযোগ এলাকার মূল তৃণমূল কংগ্রেস গোষ্ঠীর বিরুদ্ধে। বিধানসভা ভোটের পরে রাজনৈতিক কারণে ঘরছাড়া ছিল যুব তৃনমূলের কর্মীরা। ঈদে ঘরে ফেরায় আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। যুব তৃণমূল কে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে মূল তৃণমূলের কর্মীরা। এই ঘটনার পর এলাকা উত্তপ্ত হওয়ায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।