প্রবল বর্ষণে প্লাবিত পাঁশকুড়া সহ বিস্তীর্ণ এলাকা

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200823-WA0030

এনবিটিভি ডেস্ক,পূ্র্ব মেদিনীপুর: প্রবল বর্ষণের ফলে প্লাবিত পাঁশকুড়ার একাধিক এলাকা।পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় কংসাবতী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় পাঁশকুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের ডোমপাড়া এলাকায় বসবাসরত মানুষ জনকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়। তাদের কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখা হয়েছে পাঁশকুড়া পৌরসভা পক্ষ থেকে। কংসাবতী নদীর জলের স্রোত বাড়তে থাকে সাথে জলস্তরও,ইতিমধ্যে কংসাবতীর জল ঢুকে পাঁশকুড়ার ডোমপাড়ার বহুবাড়ি জলের তলায়,যার ফলে আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ। শেষমেষ জনবহুল রোডের ওপর ত্রিপল খাটিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়। শিশু মহিলা সহ বাড়ির কর্তারা জীবনে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে মাথায় নিয়ে বোম্বেরোডের ওপর আশ্রয় নিতে বাধ্য হয়। জল থইথই কংসাবতীর নদীর জল কমার আশা দেখছেন না এলাকার মানুষজন। বহু ঝুপড়িবাড়ি সহ পাকা কাঁচাবাড়ি প্রায় জলের সমান। পাঁশকুড়া ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সেক সম্মিরুদ্দীনের তৎপরতায় জলে ঢুবে যাওয়া ঘর ছেড়ে আপাতত রাস্তার ওপর আশ্রয় নেয় বন্যাকবলিত মানুষজন ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর