হিন্দি-হিন্দু-হিন্দুস্থান কর্মসূচি রূপায়ণের সূরই কি আবার বাজল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর গলায়

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200823-WA0032

এনবিটিভি,মোজাফফার আহমেদ,২৩ শে আগস্ট: গতকাল অ-হিন্দিভাষীদের উপর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার অভিযোগ নরেন্দ্র মোদীর ওপরে একাধিক বার এসেছে। সম্প্ৰতি কেন্দ্রের একটি ওয়েবিনার চলাকালীন আয়ুষ মন্ত্রকের সচিব রাজেশ কোটেচা বলেন হিন্দি বুঝতে না পারলে অনুষ্ঠান ত্যাগ করতে। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়,গত শুক্রবার এক অনুষ্ঠানে ভিডিও বক্তৃতার সময়ে শিক্ষামন্ত্রী রমেশ নিশঙ্ক পোখরিয়াল বলেন,বিশ্বে ভারতের পরিচিতি হিন্দিতেই।
স্বয়ং মন্ত্রী এমন বলায় প্রশ্ন উঠছে,তাহলে কি বিজেপি তাদের হিন্দি-হিন্দু-হিন্দুস্থান কর্মসূচি রূপায়ণের জন্যই এভাবে বিষয়টি নিয়ে ঝাঁপিয়েছে ? বস্তুত আঞ্চলিক ভাষাগুলিকে নানাভাবে গুরুত্বহীন করে দিয়ে অ-হিন্দিভাষীদের উপরে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে গত কয়েক বছরে একাধিক অভিযোগ উঠেছে। হিন্দির মতই বাংলা , মালয়ালি, কন্নড়, তামিলসহ একাধিক ভাষা সরকারি ভাষার স্বীকৃতি পেলেও বিজেপি ও সঙ্ঘ পরিবারের একাংশ নানাভাবে হিন্দিকে ভারতের ‘জাতীয় ভাষা’ বলে প্রচার করছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর