ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা, মন্ত্রী হলেন নিউজিল্যান্ডের, খুশির হাওয়া চেন্নাইয়ে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201103-WA0022

এনবিটিভি ডেস্ক: ইতিহাস গড়লেন প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন। বছর একচল্লিশের এই মহিলা ঠাঁই পেলেন নিউজিল্যান্ডের নয়া মন্ত্রসভায়। প্রিয়াঙ্কা মন্ত্রী হওয়ায় খুশি সে দেশের ভারতীয় বংশোদ্ভূতরা।

আদতে চেন্নাইয়ের বাসিন্দা প্রিয়াঙ্কা সিঙ্গাপুরের পাঠ শেষে উচ্চ শিক্ষার জন্য চলে যান নিউজিল্যান্ড। পড়াশোনা শেষে যোগ দেন লেবার পার্টিতে। রাজনীতি করার পাশাপাশি করতে থাকেন সমাজসেবাও। গার্হস্থ্য নির্যাতনের শিকার হওয়া মহিলা ও পরিযায়ী শ্রমিকদের স্বার্থে কাজ করতেন তিনি। ২০১৭ সালে নির্বাচনে জিতে সে দেশের সাংসদ হন প্রিয়াঙ্কা। এর ঠিক দু বছর পরে তিনি হন মিনিস্টার ফর এথনিক কমিউনিটির পার্লামেন্টরি প্রাইভেট সেক্রেটারি, তাঁর দক্ষতা কাজে লাগাতে নয়া প্রধানমন্ত্রীর মন্ত্রীসভায় ঠাঁই দেওয়া হয় প্রিয়াঙ্কাকে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর