হাসান বাসির, বহরমপুরঃ ফের স্বামী নির্যাতনের ফলে প্রাণ হারালো এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রে মুর্শিদাবাদ থানার অন্তর্গত নতুন গ্রাম অঞ্চলে। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। শুক্রবার সন্ধ্যাবেলায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সাদিকা খাতুন নামে এক 15 বছরি গৃহবধু। স্থানীয় সূত্রে খবর বছর খানেক আগেই তার বিয়ে হয় নতুন গ্রাম অঞ্চলে। বিয়ের পর প্রায়ই পণের দাবি নিয়ে সাংসারিক অশান্তি চলতে থাকে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে। তার জেরেই শুক্রবার সন্ধ্যা বেলায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই গৃহবধূ। স্থানীয়রা তাকে লালবাগ মহাকুমা হাসপাতাল নিয়ে গেলে সেখানে চিকিৎসারত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মুর্শিদাবাদ থানার পুলিশ। এই ঘটনায় মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে মুর্শিদাবাদ থানা পুলিশ প্রশাসন।