হুল মহাদিবস পালন ঝলঝলিয়া আদিবাসী অর্গানাইজেশনের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

VideoCapture_20210630-135229

আজ ৩০ শে জুন, হুল মহা দিবস। এই দিনে ১৮৫৫ সালে ইংরেজদের বিরুদ্ধে আদিবাসীদের আইকন সিধু ও কানুর নেতৃত্বে আদিবাসী সমাজ বিদ্রোহ ঘোষণা করেছিল। তারপর থেকেই এই দিনটিকে হুল মহা দিবস হিসেবে পালন করা হয়। করোনা পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ মেনে অল্প কয়েকজন সদস্য নিয়ে ঝলঝলিয়া আদিবাসী ওয়েলফেয়ার অর্গানাইজেশন পালন করলো হুল মহা দিবস।ঝলঝলিয়া আদিবাসী ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সভাপতি গোপাল মাঝি জানান, “আজকের দিনে ১৮৫৫ সালে তৎকালীন ইংরেজ সরকারের বিরুদ্ধে ১০০০০ আদিবাসীদেরকে নিয়ে বিদ্রোহ ঘোষণা হয়। এর নেতৃত্বদেন সিধু ও কানু। তখন থেকেই এই দিনটিকে হুল মহা দিবস হিসেবে পালন করা হয়। আমাদের ঝলঝলিয়া আদিবাসী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের এই বছর ২৫ বছর পূর্তি। আমাদের ইচ্ছে ছিল এবছর মহা ধুমধামের সাথে এই দিবস পালন করব। কিন্তু করোনা পরিস্থিতির জন্য তা সম্ভব হয়ে উঠল না। ঝলঝলিয়া স্টেশন রোডে অবস্থিত আমাদের সংগঠনের যে অফিস আছে তার সামনে ছোট করে পালন করলাম এই হুল মহা দিবস। পুষ্প দিয়ে শ্রদ্ধা জানালাম সিধু ও কানু দুই মহান বীরকে।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর