“অধীর চৌধুরী-কে ৩ লক্ষ ৬০ হাজার ভোটে হারাবো” দাবী হুমায়ুন কবীরের

জৈদুল সেখ, সালার: আজ মুর্শিদাবাদের সালারে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবীর ও মুর্শিদাবাদের দক্ষিণ যুব-তৃণমূল কংগ্রেস সভাপতি আনারুল ইসলামকে সংবর্ধনা দেওয়ার আয়োজন হয়েছিল। ভরতপুর-২ তথা সালার ব্লকের ৭ অঞ্চল প্রধানের পক্ষ থেকেই আজকের অনুষ্ঠানটি আয়োজিত হয়।

এছাড়া গান্ধী জয়ন্তী উদযাপন ও একটি রক্তদান শিবিরের আয়োজনও করা হয়। তৃণমূল কংগ্রেসের ৬০ জন কর্মী রক্তদান করলেন আজ।

উল্লেখ্য গতকাল শুক্রবার সালারের ৭ অঞ্চল প্রধান সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভুল স্বীকার করে মাস দুয়েক আগের এক ঘটনা নিয়ে।সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধায়ক হুমায়ুন কবিরের নামে নালিশ জমা পড়ে। আজ সেই ঘটনার অবসান হলো বলা চলে।

হুমায়ুন আজ একদিকে বিজেপি, অন্যদিকে জাতীয় কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির হার নিশ্চিত। অন্যদিকে বহরমপুর লোকসভায় অধীর চৌধুরীকে ৩ লক্ষ ৬০ হাজার ভোটে হারাবে তৃণমূল কংগ্রেস।

Latest articles

Related articles