মুর্শিদাবাদ, এনবিটিভি ডেস্ক: স্বামী সংসার শুরু করেছে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে। আর তারই প্রতিবাদে ছেলেকে নিয়ে দরজার সমানে ধর্নায় বসলেন স্ত্রী। দুপুর দুটো থেকে ধর্নায় বসলেন ডোমকল থানার আলীনগর এলাকার গোলাম সারুয়ারের স্ত্রী রেহেনা পারভীন।
জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর আগে নিজেদের ইচ্ছেতেই বিবাহ করেন দুজনে, তারপর এক সন্তানও হয়। সুখ দুঃখ মিলিয়ে ভালোই চলছিল সংসার। এরই মধ্যে প্রথম স্ত্রী রেহানা পারভিন বাপের বাড়ি গেলে দ্বিতীয় বিবাহ করেন তার স্বামী, তাকে নিয়েই পাতেন নতুন সংসার। এরপর রেহানা পারভীন বাপের বাড়ি থেকে এলে তার স্বামী দরজা না খোলায় দুপুর দুটো থেকে ছেলেকে নিয়ে ধর্নায় বসেন ওই মহিলা।দুপুর গড়িয়ে সন্ধ্যে হয়ে যাওয়ার পরও দরজা না খোলায় শীতের মধ্যে দরজার সামনে বসে থাকেন ওই মহিলা।
দীর্ঘ সময় পর ঘটনাস্থলে আসে ডোমকল থানার পুলিশ।এসে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। অভিযুক্ত গোলাম সারুয়ার সাথে যোগাযোগ করা যায়নি। মেয়ের বাবার বলেন, “মেয়েকে তার স্বামীর সংসারে পাঠানোর জন্য এসেছি। কিন্তু দুপুর থেকে এখনো পর্যন্ত গেট খোলেনি। তাই মেয়ে ধর্নায় বসেছে,”।