স্বাস্থ্যবিধি মেনে চালু হতে পারে লোকাল ট্রেন, সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200827-WA0005

লোকাল ট্রেন চালানো হতে পারে বলে এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরই লোকাল ট্রেন চালানো হলে করোনা মোকাবিলায় কী ধরনের ব্যবস্হা নেওয়া হবে? সে প্রসঙ্গে শিয়ালদা ডিভিশনের তরফে একগুচ্ছ উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করলেন ডিআরএম এস পি সিং।

চলুন একনজরে দেখে নেওয়া যাক, কী কী স্বাস্থ্যবিধি লাগু হতে পারে শিয়ালদা স্টেশনে- ১) প্ল্যাটফর্মে কোনও দোকান খুলতে দেওয়া হবে না। বাজার বসতে দেওয়া হবে না। কারণ তাতে সংক্রমণ ছড়াতে পারে।

২) বিনা টিকিটে কেউ প্ল্যাটফর্মে ঢুকতে পারবে না। ৩) প্ল্যাটফর্মে ঢোকার সময় প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং হবে। ৪) প্ল্যাটফর্মে ঢোকা-বেরোনোর পথ নির্দিষ্ট করে দেওয়া হবে। ৫) স্টেশনে হাত ধোয়া ও স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে।

৬) ট্রেনে হকার উঠতে দেওয়া হবে না। ৭) ব্যস্ত সময়ে অতিরিক্ত ট্রেন চালানো হবে। ৮) রাজ্য সরকার ও রেল বোর্ড নির্দিষ্ট করবে কোন কোন রুটে কটা ট্রেন চলবে ও কোন কোন স্টেশনে থামবে।

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় মার্চ মাসে লকডাউন ঘোষণার পর থেকেই বন্ধ লোকল ট্রেন পরিষেবা। দীর্ঘ ৬ মাসের মাথায় এবার লোকাল ট্রেন চালানোর কথা ভাবছে সরকার।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর