আমিরশাহীতেই হচ্ছে টি-২০ বিশ্বকাপ, চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানালেন সৌরভ

আগেই জল্পনা চলছিল ভারতে বিশ্বকাপ হচ্ছেনা। সেই জল্পনায় সত্যি হল। এক টিভি চ্যানেলকে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, ভারতের পরিবর্তে বিশ্বকাপ আয়োজন হচ্ছে আরব আমিরশাহীতে। তার আগে সেপ্টেম্বরে আইপিএল-ও হচ্ছে মরুর দেশে।

 

করোনা পরিস্থিতির কথায় রেখে ভারতে হচ্ছেনা টি-২০ বিশ্বকাপ। বর্তমানে দেশের যা পরিস্থিতি আগামী ৩ মাসে কেমন আকার নেবে করোনা গ্রাফ তা বলা মুশকিল। আইসিসি-কে জানানোর শেষ দিন ছিল, ভারত বিশ্বকাপ আয়োজন করতে পারবে কিনা দেশে। তাই পরিস্থিতির কথা মাথায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বিসিসিআই।

টি২০ বিশ্বকাপ তারা আয়োজন করতে পারবে কি না, তা নিয়ে সোমবারই আইসিসি-কে জানানোর শেষ দিন ছিল বোর্ডের। সেই মতো সিদ্ধান্তের কথা আইসিসি-কে জানিয়ে দেওয়া হয়। বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল বলেছেন, “আজই আইসিসি-কে জানানোর শেষ দিন ছিল। যাই কনফারেন্স কলের মাধ্যমে আমি, সৌরভ, জয় শাহ, অরুণ ধুমল এবং যুগ্ম-সচিব কথা বলি। কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। কেউই নিশ্চিত নই যে আগামী দু-তিন মাসে পরিস্থিতি কী হতে চলেছে। সব কিছুর কথা ভেবেই প্রতিযোগিতা সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকল্প কেন্দ্র হিসেবে আমিরশাহি সব থেকে ভাল। প্রত্যেকেই চেয়েছিলেন বিশ্বকাপ ভারতে হোক। কিন্তু এটা একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা। এটা নিয়ে কোনও ঝুঁকি নেওয়া উচিত নয়।”

Latest articles

Related articles